ভারতের পশ্চিবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বেড়েছে প্রতিবেশি ভুটানেও। ফলে কোচবিহার জেলার কালজানি, রায়ডাক, জলঢাকা, তোর্সা, গদাধর, মানসাই নদী এখন পানিতে টইটম্বুর। নদী সংলগ্ন এলাকাগুলো হয়ে পড়েছে জলমগ্ন।
ফলে কোথাও ভেঙেছে বাঁধ। অনেক এলাকার লোকজন নিরাপদে সরে যাচ্ছেন। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে এ খবর।
তিস্তা, কালজানির পানি কয়েকটি এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানাচ্ছে রাজ্য জলসম্পদ উন্নয়ন ও সেচ দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ব্যাপক বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
ব্যাপক বৃষ্টির কারণে তিস্তার মেখলিগঞ্জ এবং তিস্তাবাজার অঞ্চলে বেড়েছে তিস্তার পানি। রাজ্য জলসম্পদ উন্নয়ন ও সেচ দফতর জানাচ্ছে, মেখলিগঞ্জে বিপদসীমার মাত্র তিন সেন্টিমিটার নিচ দিয়ে বইছে পানি।
আলিপুরদুয়ারে কালজানি নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জন্য।
পূর্বাভাসে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে।
এইচএ/রাতদিন