‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে রংপুরে দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে নগৎ অর্থ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার, ১১ জানুয়ারি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) সদর দপ্তরে এই আয়োজন করা হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস উপস্থিত থেকে প্রত্যেককে এককালীন দশ হাজার টাকা, একটি করে স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় বই প্রদান করেন। এসময় তিনি বলেন, ‘সু-শিক্ষার চেয়ে বড় কোনো সম্পদ নেই। সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে দেশ, জাতি ও সমাজ উপকৃত হয়’।
এসময় রেজা আহমেদ ফেরদৌস বলেন, ‘মেধা, মনোবল আর সাহস থাকলে সকল প্রতিবন্ধকতাতে পিছনে ফেলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আজ যারা দরিদ্র অভাবী তারা একদিন অনেক বড় হবে। যদি মেধাকে যথাযথ ভাবে কাজে লাগাতে পারে’।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, ব্যাটালিয়নের অন্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিবজন্মশত উদযাপন উপলক্ষে র্যাব-১৩ সেবা সপ্তাহে রক্তদান, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছ।
এছাড়া বৃক্ষরোপণ, এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও জনকল্যাণমূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে।
আরআই/রাতদিন