নীলফামারীর সৈয়দপুরে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হিউম্যানিটি ইন ডিসট্রেসের (হিড) উদ্যোগে ও তুর্কি সংস্থা সালাম ইভা এর অর্থায়নে ১ হাজার ৫০০ জন মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
আজ শুক্রবার, ২২ জানুয়ারি এ উপলক্ষ্যে উপজেলার নিয়ামতপুর চামড়া গোডান্ট ক্যাম্প, রেলওয়ে ম্যাচ ক্যাম্প ও দূর্গামিল ক্যাম্পে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও হিডের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ।
প্রথান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের যার যা সামর্থ্য আছে তা নিয়েই সাধারণ মানুষের পাশে থাকতে হবে। মানবিকতাকে কাজে লাগিয়ে সমাজের অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে’।
এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলার পৌর মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক মামুন তালুকদার ও একেএম রাশেদুজ্জামান।
দাতব্য সংস্থার পক্ষ থেকে ফায়জুল হক উজ্জ্বল, সহকারী নির্বাহী পরিচালক শরফুদ্দিন, ভাইস-চেয়ারম্যান এম এ বারী, কোষাধ্যক্ষ ওয়াকিল আহমেদ, শিক্ষা প্রোগ্রাম অফিসার আব্দুল আউয়াল প্রোগ্রাম অফিসার সাব্বির হুসাইন ও সৈয়দপুর ২২টি ক্যাম্পের সভাপতি মাজেদ ইকবাল উপস্থিত ছিলেন।
আরআই/রাতদিন