নীলফামারীর সৈয়দপুরে একটি বাজারের ১১টি দোকান আগুনে ভস্মিভূত হয়েছে। আগুনে প্রায় অর্ধকোটির টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
আজ বৃহস্পতিবার, ১৮ মার্চ ভোরের কিছুটা আগে উপজেলার কামারপুকুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মতিরবাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও মতির বাজারের দোকান মালিকরা তাদের দোকানপাট বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। রাত আনুমানিক সোয়া তিনটার দিকে বাজারে আকস্মিক আগুন লেগে যায়। বাজারের একটি মুদি দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
দ্রুত এই আগুন আশপাশের দোকানঘরগুলোতে ছড়িয়ে পড়ে। সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হলে সৈয়দপুর, উত্তরা ইপিজেড ও নীলফামারী দমকল বাহিনীর তিনটি ইউনিটের সদস্যরা এসে প্রায় পৌণে দুই ঘটনা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কিন্তু এর আগেই আগুনের লেলিহান শিখায় বাজারের ১১টি দোকান ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি, হোটেল, বস্ত্র, সেলুন, কীটনাশক, ওষুধ, বৈদ্যূতিক সামগ্রী, মুরগী ও পান দোকান।
গভীর রাতে এ আগুনের ঘটনায় দোকানগুলোর কোন কিছুই রক্ষা করা যায়নি। আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।
ওই এলাকার সমাজসেবক ডা. মো. সুরত আলী বাবু জানান, আগুনে দোকান মালিকেরা নিঃস্ব হয়ে গেছে। তবে তিনি জানান, ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যরা যথাসময়ে না পৌঁছলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেড়ে যেত।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম জানিয়েছেন, আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে তদন্ত করা হবে বলে জানান তিনি।
জেএম/রাতদিন