সৈয়দপুরে অগ্নিকান্ডের শিকার ৩ পরিবার খোলা আকাশের নিচে

নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের মুন্সিপাড়ায় (নিমবাগান) আগুনে তিন পরিবারের সবকিছু পুড়ে গেছে। এসব পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে বাস করছেন।

সোমবার, ২২ এপ্রিল দুপুরের দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে পরিবার তিনটি দাবি করেছে।

জানা গেছে, সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়া নিমবাগান মহল্লার মো. ছলিম উদ্দিন ওরফে ছলিম গাড়িয়ালের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুর্হূতে তার ছেলে সোবহান ও হানিফের বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত এর আগেই পরিবার তিনটির অন্তত ৯টি আধাপাকা ঘরসহ ভেতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ অগ্নিকান্ডের খবর পেয়ে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এইচএ/রাতদিন