চলমান করোনা পরিস্থিতিতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ওই ইউনিয়নের ১৫৪ জন ইমাম ও মুয়াজ্জিনকে এই খাদ্য সহায়তা দেয়া হয়।
সোমবার, ২৭ এপ্রিল বিকেলে ইউননিয়নের ঢেলাপীর বাজারে চেয়ারম্যান মো. আল হেলাল চৌধুরী তার ব্যক্তিগত অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত সচতেনতামূলক সভায় ইউপি চেয়ারম্যান মো. আল হেলাল চৌধুরী সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল- হেলাল চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে কেনা খাদ্য-সামগ্রী ইমাম ও মুয়াজ্জিনদের হাতে তুলে দেন প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
ওই দিন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৭৭ জন ইমাম ও ৭৭ জন মুয়াজ্জিনের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া একই দিন ঢেলাপীর এলাকার আরও শতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডিম, লাউ, মিষ্টি কুমড়ো, টমেটো ও করলা। এ সময় সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. নুরন্নবী সরকার, মোহাম্মদ আলী, মো. বাবলু ও হবিবর রহমানসহ এলাকার গন্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএম/রাতদিন