নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা হয়েছে। শিল্পী আক্তার (২৮) নামের ওই গৃহবধু সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
গতকাল বুধবার, ২৯ জুলাই রাতে পাঁচজনকে আসামী করে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. ফজলুল হক।
মামলায় আসামীদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা, মিথ্যে অপবাদ, মানসিক ও শারীরিক অত্যাচার এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে।
আসামীরা হচ্ছেন, ধলাগাছ সরকারপাড়ার মো. ইয়াছিন আলী ভোলার স্ত্রী মোছা. পলি বেগম (২৮), একই এলাকার মৃত. কাল্টু মামুদের ছেলে মো. আইজুল(৫২) এবং তাঁর দুই মেয়ে মোছা. আর্জিনা বেগম(৩২) ও মোছা. আনজু বেগম (২৮) এবং রহিমের স্ত্রী মোছা. বুলবুলি বেগম (৪৫)।
দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, ওই গৃহবধু স্বামী সন্তান নিয়ে ধলাগাছ সরকারপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। গত বুধবার বিকেল আনুমানিক সোয়া ৫ টার দিকে তিনি প্লাষ্টিকের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ভিতর থেকে তালা লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। অতিরিক্ত চাবি দিয়ে ঘরের তালা খুলে শিল্পীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন তার মা।
দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান আত্মহত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
জেএম/রাতদিন