সৈয়দপুরে গ্রীষ্মকালীণ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে ৪৮ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল (বালক-বালিকা) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১১ সেপ্টেম্বর বিকেলে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

প্রতিযোগিতায় ফুটবলের ফাইনালে বালক গ্রুপে কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয় দল ১- ০ গোলে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর বালিকা গ্রæপে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় দল ১-০ গোলে সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন।

জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির সহ-সাধারণ সম্পাদক ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আজিজুল বারী বসুনিয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।

এবি/রাতদিন