সৈয়দপুরে পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ শুরু

নীলফামারীর সৈয়দপুরে পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার, ১২সেপ্টেম্বও শহরের নতুনবাবুপাড়া পৌরসভা সড়কে সংগঠনের স্থায়ী কার্যালয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক (এডি) নুসরাত ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান ও সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল খালেক সাবু।

পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. বখতীয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম বুলবুল।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌর সভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক এসকে কাইয়ুম, প্রতিষ্ঠাতাকালীণ সমস্য সাব্বির আহমেদ শিমু, মুকুল রেজা, হারুন অব-রশিদ, ডলফিন ও রাইসুল আরেফিন রিজভী।

পরে প্রধান অতিথি রিক্সাচালকদের মাস্ক বিতরণ করেন।

এইচএ/রাতদিন