নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের প্রবীণ মানুষের মাঝে বয়স্কভাতা, হুইলচেয়ার, ওয়ার্কিং স্টিক, কমোড ও ছাতা বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সাহায্য সংস্থা বাস্তবায়িত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ওই বিশেষ সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার, ১৪ মার্চ সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী।
মানবিক সাহায্য সংস্থার সৈয়দপুর কমিউনিটি বেইজ্ড রিসোর্স সেন্টারের (সিবিআরসি) জোনাল ম্যানেজার অনিমেষ আচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমএসএস’র সমৃদ্ধি কর্মসূচি’র সমন্বয়নকারী মো. রিয়াজুল ইসলাম।
এসময় সেখানে ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মুজিবর রহমান, কৃষক লীগ নেতা রোকনুজ্জামান রোকন, এমএসএস’র ২১ এরিয়ার প্রোগ্রাম অফিসার মো. মনছুর রহমান, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. জিয়াউর রহমান, অডিট অফিসার সমরেশ কুমার দাস, এমআইএসও মো. আতিকুল ইসলাম, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মোরশেদুল হক, এসডিও মো. শফিকুল ইসলাম ওস্বাস্থ্য কর্মকর্তা মোছা. শাহানা আক্তার।
পরে ৬৭ জন প্রবীণ মানুষের মাঝে হুইলচেয়ার, কমোড, ওয়ার্কিং স্টিক, ছাতা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে সংস্থার উদ্যোগে বয়স্কভাতা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এইচএ/রাতদিন