সৈয়দপুরে ফুলের দোকানে গাঁজা, মালিকের ছয় মাসের কারাদন্ড

ফুল বেচাকেনার আড়ালে মাদক বিক্রি ও সেবনের দায়ে নীলফামারীর সৈয়দপুরে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার, ১৫ মার্চ রাতে ওই দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

দন্ডপ্রাপ্ত মো. এজাজ (৩০) নামের ওই আসামিকে আজ সোমবার, ১৬ মার্চ নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সুত্রে জানা যায়, গত রোববার শহরের শেরে বাংলা সড়কের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজার নিচতলায় সাদিয়ানা ওয়েডিং নামের ফুলের দোকানে অভিযান চালানোা হয়। অভিযানকালে ওই ফুল দোকান থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দোকানে গাঁজা রাখার অভিযোগে দোকান মালিক এজাজকে (৩০) আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবন ও বিক্রির দায়ে ওই দোকান মালিককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত এজাজ শহরের রসুলপুর এলাকার মো. কাইয়ুমের ছেলে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, আটক এজাজকে আজ সোমবার নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

জেএম/রাতদিন