সৈয়দপুরে বাতিল ৭ কাউন্সিলর প্রার্থীর ৬ জনের মনোনয়নপত্র বৈধ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে বাতিল হওয়া ৭ জনের মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার, ২৭ ডিসেম্বর আপিল আবেদনের শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল কর্মকর্তা ও নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মো. শাহিন হোসেন ও মো. নুরুল আমিন প্রামানিক, ৫ নম্বর ওয়ার্ডের মো. আকতার হোসেন ফেকু, ৭ ওয়ার্ডের মো. শাহীন আকতার, ৯ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম সরদার এবং ১৫ নম্বর ওয়ার্ডে মো. তারিক আজিজ।

প্রসঙ্গত, সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বৈধ মেয়র, সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে আগামী ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর আগামী বছরের ১৬ জানুয়ারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

এইচএ/রাতদিন