ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় নীলফামারীর সৈয়দপুরে বীরাঙ্গনাদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার, ২৩ এপ্রিল কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কাছারিপাড়া বীরাঙ্গনা বেগমের বীরনিবাস চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই চাল ও অর্থ বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীলফামারীর ডোমার উপজেলা শাখার সভাপতি লেখক ও গবেষক মো. আল-আমিন রহমান উপস্থিত থেকে বীরাঙ্গনাদের হাতে ওই চাল ও নগদ টাকা তুলে দেন।
এ সময় সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু ও সাংবাদিক মো. সাখাওয়াত হোসেন সৈকতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় কামারপুকুর ইউনিয়নের ১২ জন বীরাঙ্গনার মাঝে ১০ কেজি চাল ও নগদ পাঁচ শত টাকা করে বিতরণ করা হয়েছে।
এবি/রাতদিন