নীলফামারীর সৈয়দপুরে বন্ধুর স্ত্রীকে মুঠোফোনে অশ্লীল কথাবার্তা লিখে মেসেজ পাঠানো এবং কুপ্রস্তাব দেওয়ার দায়ে এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার, ১ ফেব্রুয়ারি ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ ওই অর্থদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জায়েদ-বিন-কলিম (২৯)। তিনি শহরের কয়ানিজপাড়া এলাকার মৃত. কলিম উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমানা আদালত সূত্রে জানা গেছে, বন্ধুত্বের সুবাদে জায়েদ তার এক বন্ধুর বাড়িতে প্রায় সময়ে যাতায়াত করতো। এমনকি তার বন্ধু বাড়িতে না থাকলেও জায়েদ ওই বাড়িতে যেতো।
এর এক পর্যায়ে বন্ধুর অভিযুক্ত জাযেদ ওই স্ত্রীর মুঠোফোনে অশ্লীল কথাবার্তা লিখে মেসেজ পাঠায়। এছাড়াও সে তার বন্ধুর স্ত্রীকে নানা রকম কুপ্রস্তাবও দিতো। এ ঘটনায় ওই গৃহবধু ইউএনও বরাবর অভিযোগ দাখিল করে।
অভিযোগ পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ থানা পুলিশের সহযোগিতায় জায়েদ-বিন-কলিমকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে বসিয়ে জায়েদ-বিন-কলিমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কাদান্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।