সৈয়দপুরে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‌্যালি

নীলফামারীর সৈয়দপুরে সোশ্যাল মিডিয়ার কার্যকরী ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ভিত্তিক সংগঠন ‘শো দ্য ক্রিয়েটিভিটি’র উদ্যোগে ‘কার্যকরী হোক সোশ্যাল মিডিয়ার ব্যবহার’ শ্লোগান নিয়ে ওই র‌্যালির আয়োজন করা হয়।

শহরের বিমানবন্দর সড়কের শহীদ স্মরণী চত্বর থেকে বেলা সাড়ে ১১টায় র‌্যালিটি বের হয়। এর উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার কামরুল হাসান সোহেল, মুসা এন্টারপ্রাআইজের স্বত্তাধিকারী মোস্তফা ফিরোজ, মাসুম মটরসের স্বত্ত¡াধিকারী মাসুম আহম্মেদ রুবেল, রবিউল ইসলাম রবি, রবিউল আউয়াল রবি ও আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা আর কে সোহান।

শো দ্য ক্রিয়েটিভিটি’র প্রতিষ্ঠাতা আর কে সোহান জানান, তাদের সংগঠন গত বছর থেকে সোশ্যাল মিডিয়ার সচেতনতা নিয়ে কাজ করছে। সংগঠনটি দেশের বিভিন্ন প্রাšে সোশ্যাল মিডিয়া নিয়ে নানা রকম সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করছে।

এইচএ/রাতদিন