নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্র সিরাজুম মনির খান সাকিব হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৮ ফেব্রুয়ারি সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সর্বস্তরের শিক্ষার্থীরা।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের মানববন্ধনে নিহত সাকিবের শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় ছাড়াও শহরের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী লাবিব শাহ্, শিক্ষার্থী খন্দকার আবিদা সুলতানা, আবরাত জাওয়াদ, মো. শাকিল, শাহ্ ফারদিন, শাহিন শাহ্, খুরশীদ জাহান কাকন, তাকি হাসান চৌধুরী, কাজী তানজিলুল হক তানজিল, তৌফিক আজিজ রাফি, ছাত্রমৈত্রীর নেতা মাহমুদুল হাসান তনুজ এবং সাংবাদিক এম ওমর ফারুক প্রমূখ।
বক্তারা মেধাবী শিক্ষার্থী সাকিব হত্যায় জড়িতদের অবিলম্বে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ জুন রাতে শহরের টেকনিক্যাল কলেজপাড়ার ভাড়া বাসা থেকে হাত-পা বাধা অবস্থায় মেধাবী ছাত্র সিরাজুম মুনির খান সাকিব (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা হাবিবুর রহমান খান অজ্ঞাতদের আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি প্রথমে সৈয়দপুর থানা পুলিশ এবং পরে সিআইডি তদন্ত করে। মামলার প্রায় সাড়ে তিন বছর পর
সিআইডি গত মঙ্গলবার হত্যায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মোতাহার হোসেনকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
এমএইচ/০৮.০২.১৯