সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নীলফামারীর সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৭ মার্চ সকালে কলেজ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আমিনুল হক, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের সংযুক্তা রায়, মানবিক বিভাগের সিরাজুম মনিরা প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজে সহকারি অধ্যাপক মো. ফারুক আহম্মেদ।

বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণীর ছাত্রী সুরভী। পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র সহকারি শিক্ষক মো. জহুরুল ইসলাম মীর।

এইচএ/রাতদিন