স্বামীর মৃত্যুর পরপরই স্ত্রীর মৃত্যু, একসঙ্গে জানাজা

স্বামীর মৃত্যুশোকে মারা গেলেন স্ত্রীও। ৬ ঘণ্টার ব্যবধানে এই দুই মৃত্যুর ঘটনা ঘটেছে। সুখী দম্পত্তির এ করুণ মৃত্যুতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের নওগাও নিলখী গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার, ১ এপ্রিল  বিকেল ৫টার দিকে নওগাও নিলখী গ্রামের কৃষক শামসুদ্দিন মিয়া (৬৮) হঠাৎ মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ওইদিন রাত ১১টার দিকে স্ত্রী জহুরা খাতুনও (৬০) মারা যান।

পরে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শামসুদ্দিন মিয়া ও জহুরা খাতুনের নামাজে জানাজা একইসঙ্গে নিলখী নওগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং পরে গ্রামের কবরস্থানে পাশাপাশি তাদের লাশ দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, তারা স্বামী-স্ত্রী দু’জনেই খুব ভালো মানুষ এবং সুখী দম্পত্তি ছিলেন। মৃত্যুকালে তারা ৫ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্যা নাতী-নাতনী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

এইচএ/রাতদিন

মতামত দিন