হাজার ব্যাগ রক্ত সংগ্রহে রংপুর জেলা ছাত্রলীগের স্বেচ্ছা রক্তদান কর্মসুচি শুরু

রংপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির যাত্রা শুরু করলো জেলা ছাত্রলীগ। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে এক হাজার ব্যাগ রক্ত সংগ্রহের লক্ষ্য নিয়ে ছাত্রলীগ এই কর্মসূচী আয়োজন করে।

আজ সোমবার, ২৩ আগষ্ট দুপুরে নগরীর বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচী উদ্বোধন করা হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির রক্ত দানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। পরে ছাত্রলীগের নেতার্মীরা রক্ত দেন।

আয়োজক সুত্রে জানা গেছে, প্রতিটি ইউনিটে ছাত্রলীগ নেতাকর্মীরা এভাবে রক্তের গ্রুপ পরীক্ষার পর রক্ত দেবে। সংগৃহিত এসব রক্তের ব্যাগ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সকল সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা করা হবে। সেখান থেকে প্রসুতি মা এবং শিশুদের প্রয়োজনে এসব রক্ত ব্যবহৃত হবে।

রক্তদান শুরুর আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে কথা বলেন।

রংপুর কমিউনিটি মেডিক্যাল কর্তৃপক্ক্ষের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, আদনান হোসেন ,মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, উপ প্রচার সম্পাদক নাহিদ হাসান সাদ্দাম, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত শুভ।

এছাড়াও পীরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আকরাম, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান অভি, মেহেদী হাসান জিম, মাজহারুল ইসলাম, রাকিব মেহেদী হাসান শাওন, ডেভিড, লিমন রেজয়ানুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন

মতামত দিন