নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের নিচে কাটা পড়ে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে রেললাইনের ধারে হাটছিলেন তিনি।
রোববার, ২৯ মে সকাল সোয়া ৮ টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গোলাহাট কবরস্থান সংলগ্ন বধ্যভূমি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত ওই যুবকের নাম হাশেম। তিনি শহরের গোলাহাট নতুন ক্যাম্প এলাকার কাসেম আলীর ছেলে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, আজ রোববার সকাল ৭ টার দিকে ঘুম থেকে ওঠে রেল লাইনের দিকে হাটতে যান হাশেম। এসময় খুলনা থেকে নীলফামারীর চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়েন তিনি।
নিহত হাশেম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাড়িতে তার স্ত্রী ও দেড় বছরের এক মেয়ে সন্তান রয়েছে বলে জানা গেছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোন ধরনের অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে স্থানীয় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।