হাতীবান্ধায় অবশেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ শুরু

অবশেষে লালমনিরহাটের হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ শুরু হয়েছে।  আজ মঙ্গলবার, ২১ জুলাই দুপুরে মুক্তিযোদ্ধা বাজারে নির্মাণ কাজের উদ্ধোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এএসপি (বি-সার্কেল) তাপস সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল।

এ সম্পর্কিত আরও খবর...

সেখানে আরও উপস্থিত ছিলেন ওসি ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল, কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি রওশন হাবিব খান মানিক ও তফিউজ্জামান জুয়েল, সাবেক সম্পাদক ওমর ফারুক মানিক এবং যুবলীগের সম্পাদক শাহিনুর রহমান। 

জানা গেছে, জমি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ শুরু করা যাচ্ছিল না। তবে উপেজলার মুক্তিযোদ্ধা বাজারে জমি পাওয়া যাওয়ায় সেখানে মঙ্গলবার ভবনের নির্মাণ কাজ শুরু হলো।

এবি/রাতদিন