লালমনিরহাট-১ আসনের হাতীবান্ধায় নৌকা মার্কার পক্ষে নির্বাচনী মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। মিছিলে আওয়ামীলীগ-ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার রাতে(২৪ ডিসেম্বর) উপজেলার কলেজ গেট থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহানের নেতৃত্বে বের হওয়া মিছিলে আওয়ামীলীগ নেতা মঞ্জু, ছাত্রলীগ সম্পাদক পারভেজ হোসেন, বেরোবি ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি আল কিবরিয়া হিটলার, সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি লিপন রায় ও সম্পাদক নয়ন, ছাত্রলীগ নেতা আব্দুস সোবাহানসহ অন্যরা অংশ নেন।
মিছিল শেষে এক পথসভায় ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান বলেন, ‘এ আসনে মোতাহার হোসেন অনেক উন্নয়ন করেছেন। তাই এবারো সর্বস্তরের ভোটাররা তাকেই ভোট দিয়ে আবারো উন্নয়নের সুযোগ দিবেন’।
ইব/২৫.১২,১৮