হারাগাছ পৌরসভার নবনির্বাচিত মেয়র এরশাদুল হক এরশাদ দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার, ২৩ মার্চ দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারাগাছ পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মর্তুজা এলাহী।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র হাকিবুর রহমান মাস্টার, ৯টি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা।
অনুষ্ঠানে পৌরসভার বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন অতিরিক্ত হিসাবরক্ষক জাকারিয়া হোসেন ডিউক। পৌরসভাটির ৩ কোটি ২০ লাখ টাকা দেনা রয়েছে বলে জানান তিনি।
এবি/রাতদিন