দিনাজপুরের হিলিতে ৪৮০ পিচ নেশা জাতীয় ইনজেকশনসহ (এ্যাম্পুল) একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটক ওই ব্যক্তির নাম শোভন ইসলাম (২১)।
মঙ্গলবার, ৩ মার্চ ভোর রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শোভন হাকিমপুরের (হিলি) নয়ানগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ।
আব্দুর রাজ্জাক আকন্দ জানান, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শোভনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৮০ পিচ এ্যাম্পুলসহ শোভনকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেএম/রাতদিন