রিমোট কন্ট্রোলকে হুকুম করলেই চালু হবে টেলিভিশন, বদলানো যাবে চ্যানেল। বোতামও আর টিপতে হবে না। রূপকথার গল্পের মতো এরকম টিভিই নিয়ে এসেছে সিঙ্গার কর্তৃপক্ষ। গুগল টিভি নামের উন্নত প্রযুক্তি সংবলিত এই টিভিতে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। যা কন্ঠস্বর রিকগনাইজ করে সে অনুযায়ী কাজ করবে।
সিঙ্গার বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এসএলই ৪৯ ইউ৫ জিওটিভি ও এসএলই ৫৫ ইউ৫ জিওটিভি মডেলের ৪৯ ও ৫৫ ইঞ্চির দুটি স্মার্ট গুগল টিভি দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
টেলিভিশনটিতে রয়েছে গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৮.০ চালিত অ্যান্ড্রয়েড টিভি প্রযুক্তি। ফলে কেবল কানেকশন ছাড়াও ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এতে ইউটিউব ও আইফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোয় সরাসরি ভিডিও দেখার সুযোগ রয়েছে।
ভয়েস কন্ট্রোল টিভিটিতে রয়েছে ফোরকে এইডিআর ভিডিও। এইচডি টিভি চ্যানেল। এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে থাকা ভিডিও ফোরকে রেজ্যুলেশন দেখা যাবে এতে।
এতে গুগল প্লে স্টোরের সুবিধা থাকায় প্রয়োজনীয় অ্যাপস কিংবা পছন্দের গেম ডাউনলোড করা যাবে।
এই টিভিতে রয়েছে ২ দশমিক ৫ গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট স্টোরেজ।
ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমের এ টিভির দাম যথাক্রমে ৭৭ হাজার ৯৯০ টাকা ও ৯৭ হাজার ৯৯০ টাকা।
এনএইচ/রাতদিন