ভারতের করোনা পরিস্থিতিতে বড়সড় উন্নতির দাবী করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। দীর্ঘ ২০১ দিন পর আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে নেমেছে। কোভিডের গ্রাফও এখন অনেকটাই নিম্নমুখী।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে।
স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। আর এ সময়ের মধ্যে মারা গেছেন ১৭৯ জন।
এর পাশাপাশি একটিভ কেসের সংখ্যাও কমেছে। তিন লাখের চেয়ে তা অনেকটা কমে এখন দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজারের সামান্য বেশি। এই পরিসংখ্যান অনেকটা স্বস্তির বলে মনে করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রক।
গত কয়েক দিন ধরেই দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী হচ্ছিল। তবে মঙ্গলবার তা বেশ কয়েকধাপ নেমে গেছে। সোমবারও দৈনিক সংক্রমণ ছিল ২৬ হাজারের বেশি।
কিন্তু মঙ্গলবার দিনের শুরুতে দেখা গেল, ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৫ তে।
অন্যদিকে দৈনিক মৃত্যুও কমেছে। সোমবার দেশটিতে ২৭৬ জন মারা গেলেও মঙ্গলবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯এ।
এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেছেন মোট ৪ লাখ ৪৭ হাজার ৩৭৩ জন। সুত্র: আনন্দবাজার।