পবিত্র শব-ই বরাত উপলক্ষে আগামী ২২ এপ্রিল সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার, ১৭ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনটি সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইসলামিক ফাউন্ডেশন জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে শব-ই বরাত উপলক্ষে ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল ছুটি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ওইদিন (৬ এপ্রিল) দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই ৭ এপ্রিল দিনগত রাত থেকে অর্থাৎ ৮ এপ্রিল থেকে হিজরী ১৪৪০ সালের শাবান মাস গণনা শুরু হবে।
সেই হিসেবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হবে। কিন্তু মজলিসু রুইয়াতুল হিলাল ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের নেতারা দাবি করেন, ৬ এপ্রিল দেশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখা গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা আমলে নেয়নি।
জাতীয় চাঁদ দেখা কমিটির সর্বশেষ সিদ্ধান্তের প্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করলো কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।
এনএইচ/রাতদিন