শিলিগুড়ির ইতিহাসে প্রথম ফাঁসির রায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের  শিলিগুড়িতে স্বামী, স্ত্রী ও ছেলেকে খুনের ঘটনায় আদালত তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন। শিলিগুড়ির  ইতিহাসে এই  প্রথম কোনো আদালত সেখানে মৃত্যুদন্ডের রায় দিলেন।

শনিবার, ২৯ জুন বিচারক দেব প্রসাদ নাথ তাদের তিনজনকেই ফাঁসির সাজা শোনান। গত প্রায় চার বছর ধরে মামলাটি চলছিল।

দন্ডপ্রাপ্তরা হলেন সহদেব বর্মন, দিপু সূত্রধর ও চিরঞ্জিত মন্ডল।

শিলিগুড়ি টাইমসের খবরে বলা হয়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মাটিগাড়া থানার অন্তর্গত শিবমন্দির এলাকার বাসিন্দা প্রদীপ বর্ধন,  তার স্ত্রী দীপ্তি বর্ধন ও ছেলে প্রসেনজিৎ বর্ধনকে খুন করে তিনজন।

দন্ডপ্রাপ্তরা প্রদীপ বর্ধনের বাড়িতে কাঠের কাজ করতে গিয়েছিল। সেখানে গিয়ে তাদের চোখ পড়ে প্রদীপ বর্ধনের টাকা-পয়সা ও গয়নার উপর। এর পরদিনই ভোরের দিকে পরিবারের তিন সদস্যকে খুন করে টাকা-পয়সা ও গয়না নিয়ে চম্পট দেয়।

পরে মাটিগাড়া থানা পুলিশ ঘটনা তদন্তে নেমে খুনের দুদিনের মাথায় গ্রেপ্তার করে সহদেব বর্মনকে। এরপর তার মুখ থেকে বের হয় দিপু সূত্রধর ও চিরঞ্জিত মন্ডলের নাম। পরে তাদেরও গ্রেপ্তার করা হয়।

এবি/রাতদিন