দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাজী সানাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।
রবিবার, ১৩ মার্চ সকালে আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার এম পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।
উপষ্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মেহেরাব আলী সরদার।