দীর্ঘ ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে বিপিএলে ফিরছেন বাংলাদেশ দলের একসময়ের টপ অর্ডার ব্যাটসম্যান, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দু’দিন পর শুরু হওয়া বিপিএলে চিটাগাং ভাইকিংসের পক্ষে খেলবেন তিনি। এজন্য অনুশীলনও শুরু করেছেন বেশ আগে থেকেই।
২০১৩ এর বিপিএলে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ওঠে মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করে মাফ চাওয়ার পরে পাচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত আগস্টে মাঠে ফেরেন তিনি।মোহাম্মদ আশরাফুল এর আগে ২০০৩, ২০০৭ ও ২০১১ এর বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে খেলেছেন।
দীর্ঘদিন পর মাঠে নেমে কেমন লাগছে জানতে চাইলে আশরাফুল বলেন, ‘খুবই ভালো লাগছে। গত দুই বছর প্রথম শ্রেণি এবং ঢাকা প্রিমিয়ার লিগে খেলছি। কিন্তু এই খেলাগুলো আসলে টিভিতে সম্প্রচার হয় না। বিপিএল একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। এখানে খেলতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। চিটাগাং ভাইকিংসের মালিককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে নেওয়ার জন্য। আর যেহেতু খেলাটি জানি এবং আমার অভিজ্ঞতা আছে সুতরাং চেষ্টা করব সুযোগ পেলে ভালো খেলার।’
আপাতত বিপিএলে পুরো মগ্ন থাকলেও মোহাম্মদ আশরাফুলের স্বপ্ন জুড়ে রয়েছে ২০১৯ বিশ্বকাপে খেলা। ‘ক্রিক ইনফো’কে দেয়া এক সাক্ষাতকারে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘বাংলাদেশ দলে তো অবশ্যই খেলতে চাই। সামনে যেহেতু ২০১৯ বিশ্বকাপ রয়েছে, যদিও আমি সেটি নিয়ে এখন চিন্তা করছি না। তার পরেও মনে করি ভালো করতে পারলে নির্বাচকরা আমার অভিজ্ঞতাগুলো হিসাব করতে পারে।’