বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দ্রুত ফলাফল প্রকাশ ও ফাইনাল পরীক্ষার দাবিতে বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
রোববার, ৮ ডিসেম্বর সকাল থেকে একাডেমিক ভবন ২ এর নিচতলায় বিভাগের ফটকে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে এ কর্মসূচি পালন করছেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে। অথচ পরীক্ষা শেষ হওয়ার ৫ মাস শেষ হলেও রেজাল্ট প্রকাশ হয়নি। আমাদের ৬ বছর হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কিন্তু এখনো অনার্স সম্পন্ন হয়নি।
শিক্ষার্থীরা আরও বলেন, ফলাফল প্রকাশ না হওয়ার কারণে আমরা কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারছি না। আমাদের সাথে এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে যারা ভর্তি হয়েছিল তাদের মাস্টার্স শেষ হওয়ার পথে, অথচ আমাদের অর্নাস কবে শেষ হবে সেটাই অনিশ্চিত। তাই বাধ্য হয়ে আমরা আজ আন্দোলনে নেমেছি।
এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আতিউর রহমানকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।