খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘প্যাকেজ কর্মসূচি’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী চার সপ্তাহের মধ্যেই এই কর্মসূচি পালন করা হবে।
শনিবার, ২৯ জুন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বলে যুগান্তর অনলাইনের এক খবরে বলা হয়েছে।
বৈঠকে লন্ডন থেকে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন। বিকাল সাড়ে ৫টা থেকে এই বৈঠক চলে রাত প্রায় ৮টা পর্যন্ত।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সভায় অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য চলমান আন্দোলনকে আরও বেগবান করার জন্য এবং অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী চার সপ্তাহের মধ্যেই এই কর্মসূচিগুলো আসবে।
এইচএ/রাতদিন