বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বেকারত্ব দুর করতে হলে যুবকদের কারগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং ডিজিটাল প্রযু্ক্তিতে দক্ষ হতে হবে। রংপুরের পীরগাছা উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আজ শুক্রবার, ১৯ জুলাই বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নে শাহ আব্দুল হাকিম সমাজ কল্যান সংস্থা আয়োজিত কম্পিউটার বিতরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা চেয়রম্যান শাহ মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমি প্রধান, ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আব্দুল হাকিম ও সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক আব্দুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বানিজ্য মন্ত্রী দেশের উন্নয়নে দল মত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আহবান জানান।