আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা সব দিক দিয়ে ব্যর্থ তারাই জরুরি অবস্থা জারির দাবি করে।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) ডেঙ্গু প্রতিরোধে নেই, বন্যার্তদের পাশে নেই। তারা বলছে জরুরি অবস্থা জারি করতে। আমরা বলছি তারা যে সংকটে আছে তাদেরকে উদ্ধারের জন্য জরুরি অবস্থা দরকার।’
আজ শনিবার, ৩ আগস্ট সকালে রাজধানীর ফার্মগেটে ডেঙ্গু সচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করা হচ্ছে। তার নির্দেশে যতদিন আমরা পরিষ্কার বাংলাদেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে না পারবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে।’
এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত কয়েকজন রোগীকে দেখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘সারাদেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আমরা বিশেষজ্ঞদের কাছে শুনতে পারছি এটা কনটিনিউ করবে। এ কারণে একটা জরুরি অবস্থা ঘোষণা করে এর মোকাবেলা করা দরকার সম্মিলিতভাবেই। ‘
এইচএ/রাতদিন