ঈদে ঘরমুখো মানুষের চাপ তেমনটা শুরুই হয়নি এখনো। তাতেই উত্তরাঞ্চলগামী মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৪ কিলোমিটার পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
সোমবার, ৫ আগষ্ট সন্ধ্যার পর থেকে মহাসড়কটিতে থেমে থেমে যানজট দেখা দেয়। কিন্তু রাত ১১টার দিকে থেকে এই যানজট তীব্র আকারে বাড়তে থাকে।
ফলে মুলিবাড়ী বাইপাস ও নলকা বাইপাস দিয়ে শত শত যানবাহন সিরাজগঞ্জ শহরে প্রবেশ করছে এবং এই পথ দিয়েই যাতায়াত করছে।
এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, রাতে মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর থেকেই মহাসড়কে কিছুটা যানজট ছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের তীব্রতাও বাড়তে থাকে। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ ।