জাতীয় শোক দিবসে রংপুর জেলা পুলিশের ব্যতিক্রমী আয়োজন

বাধাধরা গন্ডির বাইরে গিয়ে ভিন্নমাত্রায় জাতীয় শোক দিবস পালন করেছে রংপুর পুলিশ। জাতির জনকের জীবন ও কর্মকান্ডের উপর এতিম শিশুদের নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে তারা।

বৃহস্পতিবার, ১৫ আগস্ট দুপুরে রংপুর মহানগরীর নিউ আদর্শপাড়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় ব্যতিক্রমী এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর শৈশব, শিশুদের সঙ্গে তাঁর সম্পর্ক, ধর্ম পালন ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠায় স্বাধীনতার মহান এই স্থপতির অবদান তুলে ধরেন তারা।

‘বঙ্গবন্ধুর সাথে এতিম শিশুদের সম্পর্ক’ শীর্ষক এই আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ইলাহী ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মারুফ আহমেদ প্রমুখ।

জেএম/রাতদিন