বিরাট কোহলির আরও এক নতুন রেকর্ড

সাফল্য যেন ভর করে আছে বিরাট কোহলির উপর। সেই সাথে আরও একটি সাফল্য অনায়াসে এসে জমা হলো কোহলির ঝুড়িতে।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিরাট এক রেকর্ড গড়ে ফেললেন অধিনায়ক কোহলি। বিদেশের মাটিতে ভারতের সবচেয়ে বড় জয়ের সাথে অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলির রেকর্ডকেও পেছনে ফেলে দিলেন তিনি।

কোহলির নেতৃত্বে বিদেশের মাটিতে এটি ভারতের ১২ নম্বর টেস্ট জয়। এ হিসেবে তিনি পেছনে ফেললেন সৌরভকে। কলকাতার মহারাজের নেতৃত্বে ভারতীয় দল বিদেশের মাটিতে ২৮টি টেস্ট খেলে জিতেছে মোট ১১টিতে। বিরাট কোহলি এ নিয়ে দেশের বাইরে মোট ২৬ টেস্টে নেতৃত্ব দিলেন ভারতীয় দলকে। অর্থাৎ বিদেশে সবচেয়ে বেশি টেস্ট জেতা ভারতীয় অধিনায়ক এখন বিরাট কোহলি।

ভারতের সবচেয়ে সফল অধিনায়ক বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে। বিদেশের মাটিতে মোট ৩০ টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। কিন্তু জিতেছেন মাত্র ৬টিতে।

সেদিক থেকে ধোনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। রাহুল দ্রাবিড় দেশের বাইরে ১৫টি টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন পাঁচটিতে। বিদেশে সাফল্যের হিসেবে দ্রাবিড় হলেন ভারতের চতুর্থ সেরা অধিনায়ক।

শান্ত/রাতদিন