এবার মোবাইল ফোনে পর্ন সাইট ব্লক করার সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। মূলত পরিবারের সদস্য, বিশেষ করে সন্তানদের পর্ণ-আসক্তি ঠেকাতে এ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।
পর্নগ্রাফি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে ব্রডব্যান্ড সংযোগে যে কোনো ওয়েবসাইট বা কনটেন্ট ব্লক করতে আইএসপিদের জন্য প্যারেন্টাল গাইড বাধ্যতামূলক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মোবাইল ফোন অপারেটরগুলোর ক্ষেত্রেও প্যারেন্টাল গাইড বাধ্যতামূলক করা হচ্ছে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, মোবাইল ফোন অপারেটরগুলোকে প্যারেন্টাল গাইড বাধ্যতামূলক করতে শিগগিরই নির্দেশনা দেয়া হবে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘এতে একজন অভিভাবক চাইলে তার সন্তান বা পরিবারের সদস্যদের মোবাইল ইন্টারনেটে অশ্লীল, বিপজ্জনক, ক্ষতিকারক ওয়েবসাইট ও কনটেন্ট ব্লক করে দিতে পারবেন।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, এটি বাস্তবায়ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। ইতিমধ্যে ব্রডব্যান্ড সংযোগে এ বিষয়ে আইএসপিদের নির্দেশনা দেয়া হয়েছে।
মোস্তাফা জব্বার বলেন, ‘কেবল ইন্টারনেট নয়, নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হবে। আর এর দায়িত্ব সমাজের সবার।’
জেএম/রাতদিন