ভারতের সাথে চুক্তিতে দেশ বিরোধী কিছু নেই : জিএম কাদের

সম্প্রতি ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তাতে দেশ বিরোধী কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার, ২৭ অক্টোবর দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পার্টির সব বিভাগীয় সাংগঠনিক কমিটির যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

জিএম কাদেন বলেন, ‘চুক্তিগুলোর সমালোচনার কোনো সুযোগ নেই। আমরা প্রধানমন্ত্রীর দেশ প্রেমের বিষয়ে আস্থাশীল।’

আবরার ফাহাদ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আবরার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছি। অপরাধীরা গ্রেফতার হয়েছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’