পীরগঞ্জে জালিয়াতি করে জমি দখলের চেষ্টা, সেনা সদস্য গ্রেফতার

পীরগঞ্জ উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসে প্রতারনার মাধ্যমে ৩ আদিবাসীর ১২ একর জমির দলিল সম্পাদনের চেষ্টা মামলায় এক সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জহুরুল ইসলাম মিঠু নামের গ্রেফতারকৃত ওই প্রতারক চতরা ইউনিয়নের সুন্দলপুর (নীলদরিয়া) গ্রামের ডাঃ বাদশা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চতরা ইউনিয়নের টিকিরা পাড়ার মৃত মঙ্গল হাসদার ছেলে দেওয়ান হাসদা, বুদরাই হাসদা ও সরদার হাসদা। তারা পৈতৃক সূত্রে প্রাপ্ত চতরা মৌজার ১২ একর ৬ শতক জমি ভোগ দখল করে আসছিল। এর মধ্যে প্রায় ১২ বিঘা জমি বেদখল হয়ে যায়।

ওই জমি উদ্ধারের জন্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য জহুরুল ইসলাম ওরফে মিঠুর নামে উল্লেখিত আদিবাসীরা আমমোক্তারনামা দলিল সম্পাদনের লক্ষ্যে উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসে আসেন।

গত ৬ নভেম্বর উপজেলার বাহাদুরপুর গ্রামের দলিল লেখক জগবন্ধু মহন্তের ছেলে শ্রী অধির চন্দ্রের সাথে মিঠু যোগসাজোস করে ১২ বিঘার স্থলে ১২ একর জমি আমমোক্তার দলিলে উল্লেখ করে নেয়।

এরপর সাব রেজিষ্ট্রার আমমোক্তারনামা দলিলটি পড়ে শোনালে ওই আদিবাসীরা তা বুঝতে পেরে দলিলের তফসিলের পাতাটি ছিড়ে নিয়ে পাশেই থানার ভিতরে দৌড়ে যায়। এ অবস্থায় দলিলটি আর সম্পাদন হয়নি।

এ ব্যাপারে দেওয়ান হাসদা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ শনিবার, ১৬ নভেম্বর বিকেলে প্রতারক মিঠুকে গ্রেফতার করে।

থানার ওসি সরেস চন্দ্র বলেন, তিন ভাই আদিবাসী নৃ-গোষ্ঠীভুক্ত। তারা অশিক্ষিত হেতু অভিযুক্তরা এ সুযোগ গ্রহন করেছিল। প্রধান আসামী কে গ্রেফতার করা হয়েছে।

এনএইচ/রাতদিন