গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আশামনি আকতার (৪) ও দিশামনি খাতুন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ৭ জানুয়ারি বিকেলে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আশামনি ওই গ্রামের আলম মিয়ার মেয়ে ও দিশামনি দুলা মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে ওই দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। পরে তাদের না দেখে অনেক খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে বিকেলের দিকে বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
ঘাগোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর জামান রিংকু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।