কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মেশিন মালিক ধরা

লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বোমা মেশিন মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিশ্বেশ্বর বর্মণ(৩৭)নামের ওই মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার, ২ ফেব্রুয়ারি বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।

মেশিন মালিক বিশ্বেশ্বর বর্মণ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা গ্রামের কামিনী বর্মণের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা এলাকায় বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় মেশিন মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান এ বিষয়টি নিশ্চিত করে রাতদিননিউজকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বিশ্বেশ্বর বর্মনকে জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।

জেএম/রাতদিন