রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম হোম কোয়ারেন্টাইনে আছেন । সরকারি সফরে যুক্তরাষ্ট্র থেকে ফিরে তিনি গতকাল সোমবার, ১৬ মার্চ থেকে সার্কিট হাউজে কোয়ারেন্টাইনে আছেন। যদিও এখন পর্যন্ত তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়নি।
বিভাগীয় কমিশনার কোয়ারেন্টাইনে আছেন-এমন তথ্যের সত্যতা নিশ্চিত করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত রংপুর বিভাগের ছয় জেলার ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও তিনি (বিভাগীয় কমিশনার) হোম কোয়ারেন্টাইনে আছেন। এটা সবার জন্য সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অপরদিকে কোয়ারেন্টাইনে থাকা বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘যেহেতু সরকারি নির্দেশনা আছে তাই কোয়ারেন্টাইনে অবস্থান করছি।’
জানা গেছে, গত ১ মার্চ রাতে সরকারি সফরে আমেরিকায় যান রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। গতকাল সোমবার ভোরে তিনি রংপুরে ফিরে সার্কিট হাউজের একটি কক্ষে অবস্থান নেন।
এবি/রাতদিন