করোনাভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দরের মধ্যে সকল ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার, ২১ মার্চ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, প্রথমে বুড়িমারীর ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিএন্ডএফ) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রোববার আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত জনতার কারফিউয়ের সমর্থনে এ সিন্ধান্ত নেয়া হয়।
পরে করোনাভাইরাসের কারণে ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী বন্ধের ঘোষণা দেয়া হয়।
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
এবি/রাতদিন