ঢাকায় আরও ৩৯ জন করোনায় আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে রাজধানী ঢাকার অধিবাসী ৩৯ জন এবং তাদের বাইরে ঢাকা জেলায় একজন রয়েছেন। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২১৮ জন রোগী শনাক্ত হলো।

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড ১৯) নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আজ বুধবার, ৮ এপ্রিল বেলা আড়াইটার দিকে  স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০ জনের।

গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনকে পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত মোট পাঁচ হাজার ১৬৪ জনকে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

এবি/রাতদিন