দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় মা, মেয়ে ও ছেলেসহ পাঁচ ইজিবাইক যাত্রী নিহত হয়েছে। নিহতের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন বীরগঞ্জ উপজেলা ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নছিমন (৫০), মেয়ে রুপা (৮) ও ছেলে নাইম (১৪)।
আজ সোমবার, ৬ জুলাই দুপুর ২টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ২টার দিকে বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক স্থানে ঠাকুরগাঁওগামী একটি বিআরটিসি বাস যাত্রী বোঝাই একটি ইজিবাইকটিকে চাপা দেয়। পরে বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মা নছিমন (৫০), মেয়ে রুপা (৮) ও ছেলে নাইম (১৪) সহ ৪ জন ঘটনাস্থলেই মারা যায়। বীরগঞ্জ হাসাপাতালে নেওয়ার পথে আরো ১ জনের মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান এতথ্য নিশ্চিত করেছেন।
এবি/রাতদিন