রংপুরের চার জেলায় নতুন আক্রান্ত ৫৮

রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার পর চার জেলায় নতুন করে ৫৮ জন করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে রংপুরে ১৫ জন, কুড়িগ্রামে ১৭ জন, গাইবান্ধায় ১৬ জন ও লালমনিরহাটে ১০ জন রয়েছেন।

আজ শনিবার, ২৫ জুলাই ১৮৮ জনের নমুনা পরীক্ষার পর ওই ৫৮ জন শনাক্ত হয়েছেন বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

রংপুরে নতুন করে আক্রান্ত ১৫ জনের মধ্যে জেলা পুলিশের এক সদস্যসহ ১০ জনের বাড়ি সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন এক নারীও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার বাড়ি গাইবান্ধায়। অপরদিকে পীরগঞ্জে দুজন এবং এক পুলিশ সদস্যসহ দুজন আক্রান্ত হয়েছেন কাউনিয়ায়।

কুড়িগ্রামে নতুন আক্রন্তদের মধ্যে তিনজন রয়েছেন পুলিশে কর্মরত। নাগেশ^রী ও ভুরুঙ্গামারী উপজেলার দুজন করে নতুন আক্রান্ত হয়েছেন। আর আক্রান্ত বাকিরা হচ্ছেন কুড়িগ্রাম পৌর এলাকা ও সদর উপজেলার।

গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তদের মধ্যে একজন করে চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

লালমনিরহাটে আক্রান্ত ১০ জনের মধ্যে আদিতমারী ও পাটগ্রাম উপজেলায় দুজন করে রয়েছেন। বাকি ছয়জন সদর উপজেলার।

এবি/রাতদিন