রংপুর বিভাগের পাঁচ জেলায় নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার, ৪ আগষ্ট রংপুর মেডিকেল কলেহ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৩২ জনেই রংপুরের। লালমনিরহাটে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯জন। এছাড়া কুড়িগ্রামে ১২, গাইবান্ধায় ২ ও নীলফামারীর একজন আক্রান্ত হয়েছেন।
রংপুরে আক্রান্তদের মধ্যে ২৯ জনের বাড়ি সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়া মিঠাপুকুর, পীরগঞ্জ ও কাউনিয়ায় একজন করে আক্রান্ত হয়েছেন করোনায়।
কুড়িগ্রামে আক্রান্তদের সাত জনের বাড়ি সদর উপজেলায়। এছাড়া চিলমারীতে একজন ও ফুলবাড়ী উপজেলায় আক্রান্ত হয়েছেন চারজন।
লালমনিরহাট আক্রান্ত ৯ জন সদর উপজেলার। এছাড়া গাইবান্ধা সদর উপজেলার দুইজন এবং রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারীর একজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
এবি/রাতদিন