রংপুর অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের সহযোগিতার করার উদ্যোগ নিয়েছে ক্রিকেটার ওয়েলফেয়ার অব বাংলাদেশের রংপুর জেলা কমিটি।
এই লক্ষ্যে প্রতি বছর রংপুর বিভাগীয় ও জেলা পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট বাস্তবায়নের উদ্দেশ্যে আজ মঙ্গলবার, ১৮ আগস্ট রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান এবং পুলিশ সুপার বিপ্লব কুমারের সাথে পৃথক পৃথক মতবিনিময় করা হয়েছে।
তাদের সাথে মতবিনিময়ে অংশ নেন ক্রিকেটার ওয়েলফেয়ার অব বাংলাদেশের রংপুরের সভাপতি ও জাতীয় দলের খেলোয়ার নাসির হোসেন এবং জাতীয় ক্রিকেট দলের সোহরাওয়াদী শুভ।
এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার ওয়েলফেয়ার অব বাংলাদেশ রংপুর জেলা কমিটির সাজিদুল ইসলাম, হাসানুজ্জামান উজ্জল, আব্দুল মালেক, মুহাইমিনুল হাসনাত রাফা, কল্যানাশীষ বসু রায় বাপ্পী, তারিক আহমেদ রুবেল, আব্দুল্লাহ হামিম, মোর্শেদুল ইসলাম সুমন।
মতবিনিময়ে আরও অংশ নেন এজাজ আহমেদ, আরিফুল হক, ফেরদৌস আহমেদ রনি, আব্দুর রহমান রনি, সালাউদ্দিন পাপ্পু, আশরাফুল আলম সুজন, আকবর আলী, ওমর ফরহাদ উইকি, মিম মোসাদ্দেক, ডা. ইসতিয়াক মাহমুদ।]
ক্রিকেটার ওয়েলফেয়ার অব বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন শুভাশীষ রায়, সৈয়দ মোস্তাকিম, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, মনিরুল ইসলাম দিপু, শীতেন্দু ভট্টাচার্য সোনা, মেহেফুজ রহমান সঞ্জয়, সাইফুল্লাহ আব্বাসী, শাহীন, কল্লোল বনিক, রাজিবুর রহমান রাজীব, কমল বড়–য়া মনা, সাজিদ আক্তার সালমান খান উইকি ও কায়সার আলম রিফাত।
এবি/রাতদিন