পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, আইনজীবী গ্রেপ্তার

পঞ্চগড়ের আটোয়ারীতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান হাবিব (২৮) নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার, ১২ সেপ্টেম্বর বিকেলে ওই আইনজীবিকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

একই সময় অভিযুক্ত আইনজীবীর ফাঁসির দাবিতে উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে মানববন্ধন করেছে হিন্দু ধর্মালম্বী ওই স্কুলছাত্রীর পরিবার, সহপাঠিসহ স্থানীয়রা।

অভিযুক্ত আইনজীবী হাবিবের বাড়ি আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বারাগাঁও-দলুয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় জেলা আদালতের ওই আইনজীবীর কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন স্কুলছাত্রীর বাবা। সেই সূত্রে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় হাবিবের। বৃহস্পতিবার ওই কিশোরী আত্বীয়ের বাড়ি পাশের বারঘাটি এলাকায় বেড়াতে যান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সেখানে যান হাবিব। সে ওই স্কুলছাত্রীকে জানায়, তার বাবা তাকে সাথে করে বাড়ি নিয়ে যেতে বলেছেন। পরে তাকে ইজিবাইকে করে আটোয়ারী উপজেলা সদরের কালিকাপুর গ্রামের সুশীলের বাড়িতে নিয়ে যায়। সেখানে ঘরে নিয়ে কৌশলে দরজা বন্ধ করে দেয় হাবিব।

এক পর্যায়ে সে স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আপত্তিকর অবস্থায় হাবিবকে আটক করেন। পরে কিশোরীকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দীর্ঘ সময় স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতার চেষ্টা করেন প্রভাবশালীরা। সমঝোতা না হওয়ায় শেষে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আইনজীবীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শুক্রবার রাতেই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আইনজীবী হাবিবুর রহমান হাবিব ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি মামলা করেন। এ ঘটনায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আটোয়ারী থানার ওসি ইজার উদ্দীন বলেন, আইনজীবী হাবিবুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি জানান, মামলার অপর দুই আসামি পলাতক রয়েছে। এ ছাড়া স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

এবি/রাতদিন